দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:০২

ক্রীড়াঙ্গনের সিন্ডিকেট ভাঙতে চান ক্রীড়া উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ক্রীড়াঙ্গনের দুর্নীতি রোধে তিনি সিন্ডিকেট ভাঙতে চান। তার মতে, ক্রীড়াঙ্গনে দুর্নীতি সিন্ডিকেটের মাধ্যমে ঘটে এবং এই সিন্ডিকেট ভাঙতে জেলা ক্রীড়া সংস্থায় ক্রীড়া সংগঠক ও ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, “দুর্নীতি মূলত সিন্ডিকেট গঠনের কারণে ঘটে। যারা দায়িত্বে থাকেন তারা সিন্ডিকেট করে সুযোগ-সুবিধা এবং অর্থ নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে। সিন্ডিকেটের প্রভাব এড়াতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। উপজেলাগুলোতে ছাত্র প্রতিনিধিরা ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করবে, এবং সাবেক ক্রীড়া সাংবাদিকদেরও রাখা হবে।”

ক্রীড়াঙ্গনে প্রতিটি জায়গায় সংস্কার প্রয়োজন বলে উল্লেখ করেন আসিফ মাহমুদ। সাংবাদিকদের কাছে ক্রীড়া বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন ও নির্ভরযোগ্য সংবাদ আহ্বান করে তিনি বলেন, “আপনারা আগে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন, আশা করছি ভবিষ্যতেও করবেন। খেলোয়াড়দের পারফরম্যান্সের পাশাপাশি খেলার অনিয়ম ও অসঙ্গতিও তুলে আনবেন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।”

তিনি নির্ভরযোগ্য প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, প্রতিবেদনের থাম্বনেইল ও শিরোনাম একরকম হলেও, প্রতিবেদনগুলোর তথ্য বিভিন্ন হতে দেখা যায়। অনুমান নির্ভর প্রতিবেদন অনেক সময় খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করে। ক্রীড়াঙ্গনে উন্নতি আনতে সাংবাদিকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথাও বলেন তিনি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট