দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২১:৫৮

সরাসরি বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ দল

টাইটেল স্পনসর ঘোষণা অনুষ্ঠানে বাঁ থেকে বিসিবির উইমেন্স উইংয়ের হেড হাবিবুল বাশার, বিসিবি পরিচালক ফাহিম সিনহা ও নাজমূল আবেদীন, মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ

আগামী বছর ভারতে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। বৈশ্বিক এ আসরে সরাসরি জায়গা করে নিতে বাংলাদেশ নারী দলের কাজটা খুব কঠিন। আইসিসি ওয়ানডে সুপার লিগে ৬টি ম্যাচের সব কটিতেই জিততে হবে বাংলাদেশকে। এই ৬ ম্যাচের ৩টি ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে, বাকি ৩টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের আঙিনায়।

সমীকরণটা বাংলাদেশ দলেরও জানা। তবে তাদের ভাবনাটা আপাতত আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই সীমাবদ্ধ। যে সিরিজ শুরু হচ্ছে ২৭ নভেম্বর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর আছে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শেষে দুই দল যাবে সিলেটে। টি–টোয়েন্টি সিরিজ হবে সেখানেই।

বাংলাদেশ নারী ক্রিকেট দল নিয়ে আগ্রহ বাড়ার প্রমাণ হয়ে এসেছে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে টাইটেল স্পনসর পাওয়া। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে টাইটেল স্পনসরের নাম ঘোষণা করা হয়েছে। স্পনসর হয়েছে স্কয়ার গ্রুপ। টাইটেল স্পনসর হিসেবে লেখা থাকবে—সেনোরা, পাওয়ার্ড বাই রুচি।

এই অনুষ্ঠানেই বিসিবির হেড অব উইমেন্স উইং হাবিবুল বাশার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘আমাদের বিশ্বকাপের (ওয়ানডে) আগে ছয়টি ম্যাচ আছে। আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি ম্যাচ, এরপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আরও তিনটি। এই ছয়টা ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু শুরু করছি ঘরের মাঠে, এখানে আমাদের সুবিধা থাকবে। আমরা এখন সব ম্যাচ নিয়ে ভাবছি না। আমরা এই সিরিজটা নিয়েই ভাবছি। এটাই আমাদের প্রাইমারি টার্গেট।’

এখন পর্যন্ত তাদের (মেয়েদের) দেখে মনে হয়েছে, তারা খুব দৃঢ়প্রতিজ্ঞ। সবাই চাচ্ছে ভালো করতে, সবাই তো চায় বিশ্বকাপ খেলতে। যেহেতু হোমে খেলা, আশা করছি, ভালো কিছুই হবে।

হাবিবুল বাশার, হেড, বিসিবি উইমেন্স উইং

সিরিজের জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে হাবিবুল যোগ করেন, ‘আমরা এই সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছি অনেক দিন ধরে। ১ তারিখ থেকে অনুশীলন করছে মেয়েরা। ওরা কিন্তু ধারাবাহিকভাবে খেলার মধ্যেই ছিল। বিশ্বকাপ খেলেছে। এরপর কিছুদিন খেলার বাইরে ছিল। এখন আবার ফিরেছে। এই সময়টায় আমাদের ভালোই উন্নতি হয়েছে। এখন দেখা যাক, মাঠে আমরা কেমন করি।’

বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগের প্রশ্ন আছে বলে আইরিশ মেয়েদের বিপক্ষে কিছুটা হলেও স্নায়ুচাপে ভুগবে নিগার সুলতানার দল। হাবিবুল বাশার তা মেনেও এর একটা অন্য দিকও দেখছেন। নিজের অভিজ্ঞতা থেকে বলেছেন, প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার রোমাঞ্চও আছে দলের মধ্যে, ‘একটু স্নায়ুচাপ থাকবে, যেহেতু তাদের ওপর পারফর্ম করার প্রেশার আছে। সেটা খুব স্বাভাবিক। এখন পর্যন্ত তাদের দেখে মনে হয়েছে, তারা খুব দৃঢ়প্রতিজ্ঞ। সবাই চাচ্ছে ভালো করতে, সবাই তো চায় বিশ্বকাপ খেলতে। যেহেতু হোমে খেলা, আশা করছি, ভালো কিছুই হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা ও নাজমূল আবেদীন, মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ