আজ রাওয়ালপিন্ডিতে খেলা বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ আগে ম্যাচ অফিশিয়ালরা দিনের খেলা সমাপ্তির ঘোষণা করেন। চা বিরতির পর এক ওভার খেলা হওয়ার পর বৃষ্টি শুরু হয়, যা দিনের শেষ সেশনকে ধ্বংস করে দিয়েছে।
আবহাওয়া ঠিক থাকলে আগামীকাল, বাংলাদেশ সময় সকাল পৌণে ১১টায় শুরু হবে শেষ দিনের খেলা। তবে, বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে।
১৮৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে থাকা বাংলাদেশকে শেষ দিনে করতে হবে ১৪৩ রান। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলের হাতে রয়েছে ১০ উইকেট। দুই ওপেনার জাকির হাসান (৩১*) ও সাদমান ইসলাম (৯*) মিলে দলের সংগ্রহে যোগ করেছেন ৪২ রান।
এর আগে, বাংলাদেশের পেসারদের দারুণ বোলিংয়ে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট করা হয়। হাসান মাহমুদ ৪৩ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন। নাহিদ রানা ৪৪ রানে ৪ উইকেট নেন, এবং তাসকিন আহমেদ নিয়েছেন একটি উইকেট। টেস্ট ক্রিকেটে এটি প্রথমবারের মতো বাংলাদেশের পেসাররা এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন।