দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:০২

দেশের ফ্র্যাঞ্চাইজির বিদেশযাত্রা, বড় প্রাপ্তি মনে করছে রংপুর রাইডার্স

গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন করা হয় আজ

ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গ্লোবাল সুপার লিগের প্রথম আসর খেলতে আগামী ১৮ নভেম্বর দেশ ছাড়বেন রংপুর রাইডার্স দলের কয়েকজন ক্রিকেটার। ২৬ নভেম্বর শুরু হতে যাওয়া এ টুর্নামেন্ট খেলতে রংপুর দলের বাকি খেলোয়াড়দের ধাপে ধাপে গায়ানায় পৌঁছানোর কথা। ৫ দলের এ টুর্নামেন্টের জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে দলটির সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের অধীনে গত কয়েক দিন অনুশীলন করেছে দলটি।

আজ মিরপুর স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে হয়ে গেল দলটির জার্সি উন্মোচন। সেখানে দলটির অধিনায়ক নুরুল হাসান, টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম ও বিসিবি পরিচালক নাজমূল আবেদীন উপস্থিত ছিলেন। জার্সি উন্মোচন অনুষ্ঠানে রংপুরের অধিনায়ক নুরুল গায়ানার চেনা কন্ডিশনে দারুণ কিছু করার আশার কথা জানান।

২০২২ সালে বাংলাদেশ দলের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন নুরুল। সেই সফরের কথা মনে করিয়ে দিয়ে নুরুল বলেন, ‘আমি শেষ ওডিআই সিরিজ ওখানে খেলেছিলাম, গায়ানার উইকেট ও বাংলাদেশের উইকেট কিছুটা একই। কোচ মিকি আর্থারের সঙ্গে কথা হয়েছে পুরো দলের, কী পরিকল্পনা নিয়ে আমরা যেতে পারি এবং কেমন পরিস্থিতি হতে পারে, সেটার একটা ধারণা সবাই পেয়েছে। ওখানে যাওয়ার পর তিন-চার দিন অনুশীলনের সুযোগ পাব, সেটা কাজে লাগানোর চেষ্টা করব।’

রংপুর ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের স্বাগতিক দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দল এই টুর্নামেন্টে অংশ নেবে। স্বাভাবিকভাবেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টের আশায় নুরুল, ‘আমার কাছে মনে হয় যে এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ, এমন একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। এখানে অংশ নেওয়া, বাংলাদেশের হয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে, এটা আমাদের কাছে মনে হয় অনেক বড় পাওয়া।’

নুরুল ছাড়াও শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, রিশাদ হোসেন ও আফিফ হোসেনের মতো জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটাররা গ্লোবাল সুপার লিগে খেলবেন। সাইফ হাসান, আরাফাত সানি এবং কামরুল ইসলামও যাচ্ছেন দলটির সঙ্গে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে চারজনের সঙ্গে চুক্তি সেরেছে রংপুর। ক্যারিবিয়ান অলরাউন্ডার ম্যাথু ফোর্ড, ওয়েইন ম্যাডসেন, জ্যাক চ্যাপেল, হারমিত সিং ও খুশদিল শাহ খেলবেন রংপুরে।

অন্যদের তুলনায় কম টি-টোয়েন্টি খেলা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্টকে ভালো সুযোগ হিসেবে দেখছেন নুরুল, ‘এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। এটা আমাদের জন্য অনেক বড় শেখার প্রক্রিয়া। আমরা হয়তো খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাই না। যেহেতু এই টুর্নামেন্ট খেলছি, এরপর এনসিএলে টি-টোয়েন্টি আছে, বিপিএল আছে।’

পরে যোগ করেন, ‘একই সঙ্গে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা চেষ্টা করব, আমাদের জায়গা থেকে শতভাগ ভালো কিছু করার করার। যেন ভবিষ্যতে আমাদের ক্রিকেটে ভালোর জন্য এ রকম সুযোগ আসে।’

 

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট