দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৩১

টেস্ট দলে ফিরেছেন তাসকিন, শরীফুল ও জাকের

বাংলাদেশের টেস্ট দলে ফিরেছেন তাসকিন ও শরীফুল

নাজমুল হোসেনকে অধিনায়ক রেখেই আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। আঙুলের চোটের কারণে দলে নেই মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সর্বশেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন অফ স্পিনার নাঈম হাসান ও পেসার খালেদ আহমেদ। দলে ফিরেছেন তাসকিন আহমেদ, জাকের আলী ও শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের কথা মাথায় রেখেই দক্ষিণ আফ্রিকা সিরিজের সর্বশেষ টেস্টের দলে থাকা হাসান মাহমুদ ও নাহিদ রানার সঙ্গে তাসকিন ও শরীফুলকে ফিরিয়ে চার পেসার নিয়ে দল সাজিয়েছে নির্বাচক কমিটি। ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়, শরীফুল খেলেছেন জাতীয় লিগে। এবার তাঁদের ফিরিয়ে আনার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন প্রথম আলোকে বলেছেন, ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে ওদের রাখা হয়নি। এখন আবার তারা দলে ফিরেছে।’

চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে অভিষেক হয় মাহিদুল ইসলামের। কনকাশন সমস্যায় জাকের আলী শেষ মুহূর্তে ছিটকে পড়ায় সুযোগ হয় মাহিদুলের। ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে অবশ্য দুজনই সুযোগ পাচ্ছেন। প্রধান নির্বাচক এ ব্যাপারে বলেছেন, ‘চোটের কারণে আমরা মুশফিককে পাচ্ছি না। তার সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগতে পারে। আর জাতীয় লিগে মাহিদুল ভালো করছে। সেটার পুরস্কার সে পাচ্ছে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শেষ করবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে চলমান বাংলাদেশ দলের আফগানিস্তান সিরিজ শেষ করেই লাল বলের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন। অন্যরা যাবেন ঢাকা থেকে। সাদা বলের ক্রিকেটাররা দেশে ফিরে এসে পরে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ টেস্ট দল

নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, হাসান মুরাদ।

 

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট