দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:১২

বাংলাদেশের কাছে হেরে আফগান অধিনায়ক, ‘শেষ ৫ ওভারই হারের কারণ’

আফগানিস্তানকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়েছে বাংলাদেশ

প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ৪০ রান। এরপর রান তোলার গতিটা একটু শ্লথ হয়ে যায় নাজমুল হোসেনদের। কিন্তু ইনিংসের শেষে গিয়ে আবার দারুণ গতিতে রান করেছে বাংলাদেশ। বিশেষ করে শেষ ৫ ওভারে। এ দুই জায়গাতেই বাংলাদেশের কাছে ম্যাচটি হেরে গিয়েছেন বলে মনে করেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

শারজায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৭ উইকেটে করেছে ২৫২ রান। ২৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৩.৩ ওভারে ১৮৪ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ম্যাচটি হেরেছে তারা ৬৮ রানে।

এভাবে হেরে যাওয়ার পর মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাশমতউল্লাহ মূলত বাংলাদেশের ইনিংসের প্রথম ১০ ওভার আর শেষ ৫ ওভারে নিজেদের বোলিং মান অনুযায়ী না হওয়াকেই কারণ হিসেবে দেখিয়েছেন।

ম্যাচ শেষে হারের ব্যাখ্যা দিতে গিয়ে শুরুটা করেন এভাবে, ‘এটা কঠিন ছিল। আমি মনে করি শেষ ৫ ওভারে ৪০ রান (আসলে ৫২ রান) এবং এটাই হারের কারণ। আমরা ভালো খেলেছি, কিন্তু উইকেট ছিল ব্যবহৃত এবং দ্বিতীয় ইনিংসে (এমন উইকেটে) ব্যাট করা কঠিন ছিল।’

হাশমতউল্লাহ এরপর যোগ করেন, ‘প্রথম ১০ ওভার আমরা যেভাবে বোলিং করেছি, এটা মান অনুযায়ী ঠিক ছিল না। এ ছাড়া শেষ ৫ ওভারের মূল্যও দিতে হয়েছে। কারণ, আমরা বেশি রান দিয়ে ফেলেছি।’

আগামী মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে এই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করার কথাও বললেন হাশমতউল্লাহ, ‘আমরা এটা নিয়ে ভাবব। ব্যাটিংয়ে আমরা ব্যাক-টু-ব্যাক উইকেট হারিয়েছি। আমাদের কয়েকটা পার্টনারশিপ দরকার ছিল। আমরা এটা নিয়ে সবাই মিলে আলোচনা করব।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট