দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৪৬

বাংলাদেশের পর এবার দক্ষিণ আফ্রিকার বোলারদের বেধড়ক পেটালেন স্যামসন

সেঞ্চুরির পর স্যামসন

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন। আজ ডারবানেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও পেলেন সেঞ্চুরি। প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সঞ্জু স্যামসনের ৪৭ বলে করা সেঞ্চুরিতে ভারত ৬১ রানে জিতেছে।

টসে হেরে আগে ব্যাটিং করা ভারত স্যামসনের ৫০ বলে ১০ ছক্কা ও ৭ চারে ১০৭ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে তোলে ২০২ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৪১ রানে।

গত মাসে হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ৮ ছক্কা ও ১১ চারে ৪৭ বলে ১১১ রানের ইনিংস খেলেছিলেন স্যামসন। আজ সেঞ্চুরি করে ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি–টোয়েন্টি সংস্করণে টানা দুটি সেঞ্চুরির কীর্তি গড়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

ছেলেদের টি-টোয়েন্টিতে টানা দুটি সেঞ্চুরি করেছেন এর আগে মাত্র ৩ জন—ফ্রান্সের গুস্তাভ মেকিয়ান, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ও ইংল্যান্ডের ফিল সল্ট। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে করলে সংখ্যাটা নেমে আসবে ২ জনে।

ছেলেদের টি-টোয়েন্টিতে টানা দুটি সেঞ্চুরি করা চতুর্থ ব্যাটসম্যান স্যামসন

১০ ছক্কা মেরেও নতুন কীর্তি গড়েছেন স্যামসন। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টিতে এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড এটি। আগের সর্বোচ্চ ৮টি করে ছিল রুশো ও সূর্যকুমার যাদবের। স্যামসনের পাশাপাশি ১৮ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন তিলক বার্মা। ভারতের সংগ্রহটা আরও বড় হতে পারত, তবে শেষ ৫ ওভারে ভারত তুলতে পারে মাত্র ৩৪ রান।

তবে স্পিনার বরুণ চক্রবর্তীর দুর্দান্ত বোলিংয়ে ২০২ রানের ধারেকাছেও যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বরুণ।

আউট করেছেন রায়ান রিকেলটন, হেইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারকে। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২৫ রান করেছেন ক্লাসেন। রিকেলটন করেছেন ২১ রান। ৩ উইকেট নেন আরেক স্পিনার রবি বিষ্ণয়ও। এই জয়ে ৪ ম্যাচের সিরিজে ১–০ তে এগিয়ে গেল ভারত।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট