দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৪১

উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের সামনে আফগানিস্তান

অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে খেলবে বাংলাদেশ

চলতি মাসের শেষ দিকে আফগানিস্তানের যুবাদের বিপক্ষে ম্যাচ দিয়েই যুব এশিয়া কাপ ক্রিকেট শুরু করবেন বাংলাদেশের যুবারা। আজ যুব এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এসিসি। ২৯ নভেম্বর বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে ৫০ ওভারের এই টুর্নামেন্ট।

আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে যুব এশিয়া কাপ। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। বাংলাদেশ ছাড়াও ‘বি’ গ্রুপে আছে আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

আফগানিস্তান ম্যাচের পর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১ ডিসেম্বর, প্রতিপক্ষ নেপাল। ৩ ডিসেম্বর গ্রুপে বাংলাদেশের যুবাদের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশের সব ম্যাচই দুবাইয়ে। শারজা ও দুবাইয়ে টুর্নামেন্টের দুই সেমিফাইনালই ৬ ডিসেম্বর। দুবাইয়ে ফাইনাল ৮ ডিসেম্বর।

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ১১তম আসর বসবে এবার, সংযুক্ত আরব আমিরাতে বসছে টানা তৃতীয়বারের মতো। ২০২৩ সালে হওয়া সর্বশেষ টুর্নামেন্টে আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন বাংলাদেশের যুবারা। পাকিস্তানের সঙ্গে একবার যৌথ চ্যাম্পিয়ন হওয়াসহ টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ বার শিরোপা জিতেছে ভারত। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান জিতেছে ১ বার করে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট