কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলের চোটের কারণে মাঠের বাইরে চলে যান লিওনেল মেসি। সেই চোটের পর গত দেড় মাস ধরে মাঠের বাইরে আছেন আর্জেন্টাইন ফুটবল তারকা। আজ মেজর লিগ সকারের (এমএলএস) শিকাগোর বিপক্ষে ম্যাচে মেসির মাঠে ফেরার কথা ছিল, তবে শেষ পর্যন্ত এটি হয়নি।
শিকাগোর বিপক্ষে ৪-১ গোলের জয় পর মেসির মাঠে ফেরার তারিখ নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনো। তিনি জানিয়েছেন, মেসির ফেরার দিন হবে ১৪ সেপ্টেম্বর, এমএলএসের ফিলাডেলফিয়া ইউনিয়ন বিপক্ষে ম্যাচে। মার্তিনো মেসির ফিটনেস ফিরে পাওয়ার কথাও নিশ্চিত করেছেন।
মেসি সাম্প্রতিক সময়ে বেশ কিছু চোটে ভুগেছেন। বিশেষ করে কাতার বিশ্বকাপের পর থেকে তিনি নিয়মিত চোটের শিকার হচ্ছেন। ফুটবলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্যানুসারে, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে মেসি মোট ছয়বার চোট পেয়েছেন, তবে এবারের মতো দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়নি।
বর্তমানে মেসি লিগামেন্টের চোটের কারণে ৪৭ দিন মাঠের বাইরে আছেন। এই সময়কালে তাঁর মাঠে না ফেরার ঘটনা অত্যন্ত বিরল। তবে বয়স এবং ফিটনেস বিবেচনায় মেসির এই চোট গুরুতর। মার্তিনো বলেছেন, “লিও খুব ভালো করছেন এবং অনুশীলনে দলের সঙ্গে সময় কাটাচ্ছেন। আমরা ভেবেছি, এই ম্যাচে তাঁকে খেলানো সঠিক হবে না। বরং পরবর্তী ১৫ দিনের মধ্যে তাঁকে ফিলাডেলফিয়ার বিপক্ষে খেলানোর সিদ্ধান্ত নিয়েছি।