দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১০:৪৬

টি-টোয়েন্টির অধিনায়কত্ব নিয়ে যা বললেন হৃদয়

বাংলাদেশের ব্যাটসম্যান তাওহিদ হৃদয়

নাজমুল হোসেন বাংলাদেশ দলের তিন সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করার পর টি-টোয়েন্টি দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে তাওহিদ হৃদয়ের নাম শোনা যাচ্ছে। যদিও শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নাজমুলকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে বিসিবি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন, বাকিরা যাবেন আগামীকাল।

আজ বিমানবন্দরে যাওয়ার আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হৃদয়। সেখানে টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘এ বিষয়ে বিসিবি সিদ্ধান্ত দেবে। আমার হাতে কিছু নেই। আমি মনে করি, এটা শুধু আমার বা এক-দুজন দিয়ে হবে না। এটা বিসিবি বা যারা দায়িত্বে আছেন, তাঁরা ভালো জানবেন। আমার যেটা মনে হয়, দলের ভালোর জন্য যার কাছে (অধিনায়কত্ব) যাওয়া উচিত, তাকেই দেওয়া উচিত। আর যার কাছেই যাবে, তার জন্য শুভকামনা।’

অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে প্রস্তুত কি না, এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তাঁর উত্তর ছিল এমন, ‘আমি এই ব্যাপারটা নিয়ে এখন কথা বলতে চাইছি না। সামনে যেহেতু আমাদের একটা খেলা আছে, এই ব্যাপারটাতেই মনোযোগ দিতে চাচ্ছি।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট