দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:২১

সহসভাপতি পদে হেরে গেলেন দুই তারকা ফুটবলার

নির্বাচিত হতে পারেননি রুম্মান বিন ওয়ালি সাব্বির ও শফিকুল ইসলাম মানিক

বাফুফে নির্বাচনে সহ সভাপতির ৪ পদের বিপরীতে নির্বাচন করেছিলেন ৬ জন। এবারের নির্বাচনে সহ সভাপতি পদেই সবচেয়ে জোরালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। নাসের শাহরিয়ার জাহেদী, সাব্বির আহমেদ আরেফ, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ও ওয়াহিদউদ্দীন চৌধুরীদের (হ্যাপি) মতো ব্যবসায়ী, রাজনীতিবিদ ও জেলার ফুটবল সংগঠকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেশের ফুটবলের দুই সাবেক তারকা ফুটবলার—সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির ও শফিকুল ইসলাম মানিক। ভোট গণনা শেষে এই পদে নির্বাচিত হতে পারেননি রুম্মান বিন ওয়ালি সাব্বির ও শফিকুল ইসলাম মানিক।

আজকের নির্বাচনে ১৩৩ কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। সহ সভাপতি পদে অবশ্য একটি ভোট বাতিল ঘোষণা করেছে বাফুফের নির্বাচন কমিশন। ১২৭ ভোটের মধ্যে  নাসের শাহরিয়ার জাহেদী পেয়েছেন ১১৫ ভোট, ওয়াহিদউদ্দীন চৌধুরী (হ্যাপি) পেয়েছেন ১০৮ ভোট, সাব্বির আহমেদ আরেফ পেয়েছেন ৯০ ভোট, ফাহাদ করিম পেয়েছেন ৮৭ ভোট, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির ৬৬ ভোট আর শফিকুল ইসলাম মানিক ৪২ ভোট পেয়েছেন।

সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী, ওয়াহিদউদ্দীন চৌধুরী (হ্যাপি), সাব্বির আহমেদ আরেফ আর ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম।
নির্বাচনে ১৫ সদস্য পদের ভোট গ্রহণ এখনো চলছে। এই ১৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭ জন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট