দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৬:৩৪

ভারতকে হারিয়ে বাংলাদেশকে চোখরাঙানি আফগান আতালের

ভারতের বিপক্ষে ম্যাচসেরা আতাল

সেদিকউল্লাহ আতাল—নামটাকে বোধ হয় আলাদাভাবে মনে রাখতে হবে। এখনো আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয়নি, তবে ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তান ‘এ’ দলের এই ব্যাটসম্যান খেলছেন একের পর এক দুর্দান্ত ইনিংস।

গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে করেন ৫২ বলে ৮৩ রান। তাঁর ইনিংসে ভর করে ২০ রানে জিতেছে আফগানিস্তান ‘এ’ দল।

ইমার্জিং এশিয়া কাপে আতাল ম্যাচ খেলেছেন ৪টি। ফিফটি পেয়েছেন ৪ ম্যাচেই। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৮৩ রানের ইনিংস খেলে টুর্নামেন্ট শুরু করা আতাল পরের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে করেন অপরাজিত ৯৫। এরপর হংকং ‘এ’ দলের বিপক্ষে করেন ৫২। অন্য ইনিংসটি খেলেছেন গতকাল। ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে আফগানিস্তান ‘এ’।

ধারাবাহিক পারফরম্যান্সের কারণে বাংলাদেশের সমর্থকদের দুশ্চিন্তার কারণ হতে পারেন এই আফগান ওপেনার। কারণ, ২৩ বছর বয়সী আতালকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রেখেছে এসিবি। বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজটি হবে শারজায়। প্রথম ম্যাচ ৬ নভেম্বর, পরের দুটি ৯ ও ১১ নভেম্বর।

গতকাল ওমানের আল আমেরাত স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া আফগানিস্তান ‘এ’ তুলেছিল ৪ উইকেটে ২০৬ রান। আফগানদের ওপেনিং জুটি থেকেই আসে ১৩৭ রান। ৪১ বলে ৬৪ রানের ইনিংস খেলেন ওপেনার জোবাইদ আকবরি। করিম জানাত করেন ২০ বলে ৪১।

আতালের সামনে ছিল সেঞ্চুরি করার সুযোগ। ৮৩ রানে যখন আউট হয়েছেন তখনো ইনিংসের ১৫ বল বাকি। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ইনিংস থেমেছে ১৮৬ রানে। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রথমবার ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া রমণদীপ সিং দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন।

 

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট