দ্যা নিউ ভিশন

এপ্রিল ৮, ২০২৫ ১৯:২৪

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরসহ সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা

মহীউদ্দীন খান আলমগীর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) সাবেক চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীরসহ সাতজনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের জামালপুর জেলা সমন্বিত কার্যালয়ে মামলাটি করা হয়েছে। দুদকের উপপরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে মামলাটি করেছেন।

আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ফারমার্স ব্যাংকের ৮ কোটি ৮৬ লাখ টাকা সন্দেহজনক লেনদেনের মাধ্যমে আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন আরসিএল প্লাস্টিক কারখানার মালিক রাশেদুল হক চিশতি, মোহাম্মদ ফারুক, হিরন রহমান, ইব্রাহিম খান, মাসুদুর রহমান ও মো. ফখরুজ্জামান।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, মহীউদ্দীন খান আলমগীর জামালপুরের ঠিকানায় সুলতানা মৎস্য খামার নামের একটি প্রতিষ্ঠান খুলেছিলেন। এই খামারের স্বত্বাধিকারী তিনি। এই প্রতিষ্ঠানের নামে দি ফারমার্স ব্যাংক জামালপুরের বকশীগঞ্জ শাখায় ভুয়া তথ্য দিয়ে ব্যাংক হিসাব খুলে টাকা লেনদেন করা হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী