দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৫:৩৩

আওয়ামী লীগ সরকারের অভিযুক্তদের দেশত্যাগের বিষয়টি তদন্ত করছে সরকার

ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে শনিবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন

আওয়ামী লীগ সরকারের অভিযুক্ত ব্যক্তিদের দেশত্যাগের বিষয়টি খতিয়ে দেখছে সরকার। গণহত্যার সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে যারা দেশে আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার রাতে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘এ ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট। আমরা বিষয়টি তদন্ত করছি, দেখছি কীভাবে তারা পালাতে পারল। তবে একটা বিষয় খুবই স্পষ্ট যে, ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল না। আপনারা জানেন প্রায় এক সপ্তাহ পুলিশ কর্মবিরতিতে ছিল। ফলে অনেক ক্ষেত্রে আমরা শুনছি যে এ লোকটা পালাচ্ছেন, তখন তাকে তো পুলিশ গিয়ে ধরতে হবে। ওই সময়ে একটা শূন্যতা ছিল। সর্বোচ্চ চেষ্টা ছিল তাঁদের (অভিযুক্তদের) গ্রেপ্তার করার। এখন চেষ্টা করছি যারা বাংলাদেশে আছে, যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের গ্রেপ্তার করার।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট