দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৭:২২

শেখ হাসিনার স্বৈরশাসনের কারণে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুর গুরুত্ব নষ্ট হয়ে যায় না: বাংলাদেশ জাসদ

বাংলাদেশ জাসদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসনের কারণে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং ৪ নভেম্বর সংবিধান দিবসের গুরুত্ব নষ্ট হয়ে যায় না বলে মনে করে বাংলাদেশ জাসদ। আজ শুক্রবার বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক এক বিবৃতিতে এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও অন্য দায়িত্বশীল ব্যক্তিদের কিছু মন্তব্য বাংলাদেশ জাসদের মনোযোগ আকর্ষণ করেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘শেখ হাসিনা তথা আওয়ামী লীগের স্বৈরশাসন ও ফ্যাসিবাদী দুঃশাসনের কারণে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, (১৯৭২ সালের) ৪ নভেম্বরে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার গুরুত্ব নষ্ট হয়ে যায় না। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এসব বিষয়ে মন্তব্য করার সময় আরও যত্নশীল এবং মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রামের বিষয়ে জাতির গৌরববোধকে সম্মান দেবেন বলে আশা করি।’

সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কিছু দাবিতে একদল আইনজীবী ও ছাত্রদের বিক্ষোভ-আলটিমেটাম দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাসদ। বিবৃতিতে তারা বলেছে, ‘বিচারপতিদের সম্পর্কে কোনো অভিযোগ থাকলে তা নিরসনের জন্য নিয়মতান্ত্রিক পথ অনুসরণ না করে গণজমায়েতের চাপ প্রয়োগ বিচার বিভাগের ক্ষয়িষ্ণু অবস্থাকে মুমূর্ষু করে তুলবে। আশা করি, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈষম্যবিরোধী ছাত্রসমাজ অনুকূল পরিবেশ সৃষ্টিতে এগিয়ে আসবে।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ