দ্যা নিউ ভিশন

এপ্রিল ৮, ২০২৫ ১৯:১৬

জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন। ঢাকা, ১৪ অক্টোবর ২০২৪

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন। আজ সোমবার সকাল ১০টায় রাজধানীর বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। পরে জামায়াতের আমির শফিকুর রহমান ও ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অংশ নেন।

বৈঠককে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সফল বলে মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘আমরা দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও সম্পর্ক কীভাবে এগিয়ে নিতে পারি, সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। বিশেষ করে, আমাদের দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে (দক্ষতা উন্নয়ন কর্মসূচি) অস্ট্রেলিয়া সরকার ভবিষ্যতে কীভাবে আরও অর্থবহ সহযোগিতা করতে পারে, সে ব্যাপারে কথা বলেছি।’

শফিকুর রহমান বলেন, ‘গত জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে আমাদের বহু লোক চোখ, হাত, পা এবং অঙ্গ হারিয়ে চিকিৎসাধীন। আমি ভারপ্রাপ্ত হাইকমিশনারের মাধ্যমে অস্ট্রেলিয়া সরকারকে অনুরোধ জানাতে চাই, তাদের চিকিৎসার ব্যাপারে অস্ট্রেলিয়া সরকার সহযোগিতা করতে পারে। আমরা আরও আশা করছি, ভবিষ্যতে অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কাজ করে যাবে।’

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী