দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৩৪

১০ বছর পর নিজ এলাকায় যাচ্ছেন বিএনপি নেতা সালাউদ্দিন

বিএনপি নেতা সালাউদ্দিন
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ দীর্ঘ ১০ বছর দুই মাস পর আগামীকাল বুধবার কক্সবাজারের গ্রামের বাড়িতে আসছেন। ২০১৪ সালের ১৪ জুন কক্সবাজার জেলা শহরে শ্রমিক দলের কর্মী সম্মেলন শেষে ঢাকায় ফেরেন সালাউদ্দিন। এরপর আর ফেরা হয়নি তার নিজ শহরে।সরকারবিরোধী আন্দোলন চলাকালে বিএনপির মুখপাত্রের দায়িত্ব নেওয়ার পর ২০১৫ সালের ১০ মে রাতে রাজধানী ঢাকার উত্তরার একটি ভবন থেকে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ‘গুম’ হন তিনি।

দুই মাস এক দিন পর ‘গুম রাজ্য’ থেকে মুক্ত হয়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের গলফ কোর্স ময়দানে উদ্ধার হলেও ফিরতে পারেননি নিজের মাতৃভূমিতে। ভারতে তার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল অবৈধ অনুপ্রবেশের মামলা। সেই মামলা থেকে তিনি গত বছরের ২৮ ফেব্রুয়ারি খালাস পান। টানা ৯ বছর শিলংয়ে অবস্থানের পর গত ১১ আগস্ট ফেরেন ঢাকায়।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী জানিয়েছেন, আগামীকাল বুধবার দুপুর ১২টায় বিমানে করে কক্সবাজারে যাবেন সালাউদ্দিন আহমদ। সেখানে তাকে বরণ করে নেওয়া হবে। এর মধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, সালাউদ্দিনের আগমন ঘিরে কক্সবাজার শহর থেকে চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া এবং নিজ উপজেলা পেকুয়া পর্যন্ত পথে পথে চলছে তোরণ নির্মাণের কর্মযজ্ঞ।

ব্যানার-ফেস্টুন প্ল্যাকার্ড তো রয়েছেই।তিনি জানান, কক্সবাজার পৌঁছেই গত ৫ আগস্ট আওয়ামী লীগ-ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের আগুনে পুড়িয়ে দেওয়া জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে তিনি সড়কপথে চলে যাবেন চকরিয়ায়। সেখানে বাস টার্মিনালের গণসংবর্ধনা শেষে তিনি যাবেন নিজ উপজেলা পেকুয়ায়। পেকুয়া উপজেলা বিএনপির উদ্যোগে পেকুয়া আউটার স্টেডিয়ামে আয়োজিত অপর এক গণসংবর্ধনায়ও যোগ দেবেন সালাহউদ্দিন আহমদ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট