শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। দেশের অভাবনীয় এক পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে তিনি এই দায়িত্ব নেন।
নতুন বাংলাদেশ নিয়ে মানুষের স্বপ্ন, গুরুত্বপূর্ণ নানা খাতে সংস্কারের মাধ্যমে সেই স্বপ্নের বাস্তবায়ন, গণতন্ত্রে উত্তরণ চলমান পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই অর্থনীতিবিদ। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও কূটনৈতিক প্রতিবেদক রাহীদ এজাজ।
ছাপা পত্রিকায় ও প্রথম আলোর অনলাইনে দীর্ঘ এই সাক্ষাৎকার দুই পর্বে প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে প্রথম আলোর ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন দুই পর্বের এই সাক্ষাৎকার।
সাক্ষাৎকারের প্রথম পর্বের শিরোনাম, ‘জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম’।
প্রথম আলো ডটকমে দীর্ঘ এই সাক্ষাৎকারের প্রথম পর্ব পড়ুন আজ রাত ১২টা ১ মিনিটে (সোমবার প্রথম প্রহর)।