দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৪৪

বন্যার জন্য ভারতের বাঁধকে দায়ী করেছেন জোনায়েদ সাকি

কুমিল্লায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় জোনায়েদ সাকি বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন। কুমিল্লা, ২৬ আগস্ট | ছবি: গণসংহতি আন্দোলনের সৌজন্যে

বাংলাদেশে বন্যার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন ও অভিন্ন নদীর উজানে ভারতের বাঁধ নির্মাণকে দায়ী করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তার মতে, ভারতের বাঁধের কারণে নদীগুলোর নাব্যতা কমে গেছে, যা বর্ষা মৌসুমে পানির ধারণক্ষমতা হ্রাস করছে।

সোমবার কুমিল্লায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় জোনায়েদ সাকি এসব কথা বলেন। গণসংহতি আন্দোলন কুমিল্লার পদুয়ার বাজার, বারোপারা ইউনিয়নের রামচন্দ্রপুর, যাত্রাপুর ও ইসলামপুর গ্রামে ত্রাণ বিতরণ করে।

তিনি আরও বলেন, ভারতের কাছ থেকে নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং দেশের ভেতরে নদী ও খাল খনন করতে হবে। নদী দখল প্রতিরোধে দীর্ঘ মেয়াদে রাজনৈতিক সংগ্রাম না করলে এই বিপর্যয় থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

জোনায়েদ সাকি ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, সহায়তা সমন্বয়ের মাধ্যমে সবার কাছে পৌঁছানো জরুরি। বন্যার ক্ষয়ক্ষতি কমাতে পুনর্বাসন কার্যক্রম চালানোর জন্য সরকার, রাজনৈতিক দল এবং বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় প্রয়োজন।

এ সময় গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, কুমিল্লা জেলা গণসংহতি আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাহবুব মজুমদার এবং ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সভাপতি আল আমীন রহমান উপস্থিত ছিলেন। এছাড়া নোয়াখালীর সোনাপুর ইউনিয়নের অশ্বদীয়া গ্রামের অশ্বদীয়া গার্লস স্কুলের আশ্রয়কেন্দ্রেও ত্রাণ বিতরণ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, আশুলিয়া থানা আহ্বায়ক এফ এম নুরুল ইসলাম এবং ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজী।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট