দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:০৩

পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মিরপুর, ঢাকা, ৩ অক্টোবর

‘পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয় না’ বলে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। তিনি বলেন, ইতালি, জার্মানিসহ পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি।

গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের উদ্দেশে রিজভী এ কথা বলেন। রাজধানীর মিরপুরে অভ্যুত্থানে নিহত দুজনের পরিবারকে আজ বৃহস্পতিবার সকালে আর্থিক সহায়তা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রিজভী বলেন, ফ্যাসিস্টদের পুনরুত্থান হলে আন্দোলনকারী যাঁরা চোখ হারিয়ে আছেন, পঙ্গু হয়ে আছেন, তাঁদেরও নির্বিচার হত্যা করবে। গত ১৫ বছরে যাঁরা গণতন্ত্রের পক্ষে সোচ্চার ছিলেন, তাঁদের ও পরিবারের ওপর শেখ হাসিনার প্রাণবিনাশী কর্মসূচি নেমে আসবে। এ প্রসঙ্গে তিনি গণ-অভ্যুত্থানে রাজধানীর মিরপুরের তাহমিদ ও মাসুদ রানার হত্যার ঘটনা তুলে ধরেন।

এর আগে মিরপুর-২ নম্বরে তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন রুহুল কবির রিজভী। দুই পরিবারের কথা তুলে ধরে তিনি বলেন, ‘যে পরিবারগুলো আমরা দেখে গেলাম, তাঁরা ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মাসুদ রানার রোজগার দিয়ে তাঁর পরিবার চলত। এখন তাঁর স্ত্রী অসহায়, শিশু কন্যাটি আর্তনাদ করছে। তাহমিদ এম এ পাস করলে তাঁর চাকরি হতো। কত স্বপ্ন নিয়ে তাঁরা লেখাপড়া করেছেন। তাঁরা তো নিজের জীবন দিয়ে গণতন্ত্র কিনেছেন। এটা যেন ব্যর্থ না হয়। এ পরিবারগুলো যেন না খেয়ে থাকে।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আপনাকে অনুরোধ করব, যেসব পরিবারে শহীদ হয়েছেন, তাঁদের কোনো ভাই বা স্ত্রী যে-ই থাকুক, তাঁদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সরকারি কোনো চাকরি যেন দেওয়া হয়। এটা খুব জরুরি।’

শেখ হাসিনা সরকারের লুটপাটের বর্ণনা দিতে গিয়ে রিজভী সমবায় ব্যাংকে গ্রাহকদের জমা রাখা ৭৩৯৮ ভরি সোনা আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন আহমেদের (মহি) বিক্রি করে দেওয়ার ঘটনার উল্লেখ করেন। তিনি বলেন, ‘কী দেশ ছিল এটা! শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন দস্যু ও মাফিয়া সিন্ডিকেটের প্রধান। অনাচার, অবিচার ও লুটপাট—দলের নেতা ও অনুগতদের এসবের লাইসেন্স দিয়ে দিয়েছিল শেখ হাসিনা।’

রুহুল কবির রিজভী দুই শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় বিএনপির নেতা মুন্সী বজলুল বাছিত, আতিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট