দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:৪৬

শ্রমিক হত্যার বিচার দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

শ্রমিক হত্যার বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র ইউনিয়নের একাংশের বিক্ষোভ সমাবেশ

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় গুলিতে এক শ্রমিক নিহতের ঘটনার দ্রুত বিচার দাবি করেছে ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির একাংশের নেতারা এ দাবি জানান।

গত সোমবার আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনায় গুলিতে কাওসার হোসেন খান নামের এক শ্রমিক নিহত হন।

সমাবেশে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, জুলাইয়ে বিক্ষোভে ছাত্র-শ্রমিকের লাশ পড়ল। ৯ দফা থেকে ১ দফায় আন্দোলন ঠেকল। শেখ হাসিনা পালালেন, ইউনূস সাহেব ক্ষমতায় বসে নিউইয়র্কও ঘুরে এলেন। কিন্তু কাওসার পুরোটা সময় বেতন পেলেন না।

মেঘমল্লার বসু বলেন, রক্তের বিনিময়ে স্বৈরাচার খেদিয়ে যে সরকার গঠিত হলো, তারা যদি কাউসারের বেতন নিশ্চিত করতে না পেরে উল্টো গুলি করে, তাহলে শত সংস্কারের পাঁয়তারায়ও কোনো ফায়দা হবে না।

ছাত্র ইউনিয়নের সহসভাপতি শিমুল কুম্ভকার গার্মেন্টস শ্রমিক কাওসার হত্যার দ্রুত বিচার দাবি করে বলেন, শ্রমিকদের গায়ে গুলি ছোড়ার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও শ্রম উপদেষ্টাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। গণ-অভ্যুত্থানে নিহত ২৫ জন গার্মেন্টস শ্রমিক ও বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করতে গিয়ে খুন হওয়া শ্রমিকের ছবি শ্রম উপদেষ্টার কার্যালয়ে টাঙাতে হবে।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিবুল রনি সমাবেশ সঞ্চালনা করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য রবীন্দ্রনাথ বাপ্পী, ঢাকা মহানগর শাখার সভাপতি জুয়েল মিয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের কোষাধ্যক্ষ মোত্তাকিন হাসান প্রমুখ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ