দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৪:০৪

বিকল্প ধারার জাতীয় নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা

বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটিসহ জেলা, উপজেলা, মহানগর ও অন্যান্য কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নির্বাহী কমিটি বিলুপ্ত করার পর একটি জাতীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই জাতীয় কমিটি হতে পারে ৫১ থেকে ৭১ সদস্যবিশিষ্ট। কমিটিতে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী দলের প্রেসিডেন্ট এবং আবদুল মান্নান কার্যকরী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিকল্প ধারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ সেপ্টেম্বর বারিধারা ক্লাবে বিকল্পধারার জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সভায় দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী উপস্থিত নেতাদের অনুমতি সাপেক্ষে বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটিসহ জেলা, উপজেলা, মহানগর ও অন্যান্য কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেন। মাহী বি চৌধুরীর উত্থাপিত প্রস্তাব সমর্থন করেন সভার সভাপতি বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান। পরে প্রস্তাবটি ভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা সভায় পাস।

সভায় মাহী বি চৌধুরী বলেন, বিকল্পধারা হবে ‘সিঙ্গেল ইউনিট পার্টি’। দলের কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন থাকবে না। তিনি বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দলের অস্তিত্ব রক্ষায় মহাজোটের শরিক হয়ে নির্বাচনে অংশ নেওয়া কোনো ন্যায়সংগত কারণ হতে পারে না। কোনো দল তার আদর্শ বিসর্জন দেওয়ার মধ্যেই দলের অস্তিত্বের সংকট সৃষ্টি হয়। তিনি বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্মের ভেতর যে গণ–আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই আলোকে বিকল্পধারাকে নতুন করে শূন্য থেকে কাজ করতে হবে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে তাঁরা অঙ্গীকারবদ্ধ।

সভার সভাপতি আবদুল মান্নান বলেন, ‘২০১৮ সালে মহাজোটের অংশ হিসেবে সংসদ নির্বাচনে অংশ নেওয়া আমাদের ভুল ছিল। আমাদের নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। বিকল্পধারার সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করে বিকল্পধারার আদর্শকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণের বিশ্বাস অর্জন করে রাষ্ট্র পরিচালনায় অবদান রাখতে হবে।’

সভায় অন্যদের মধ্যে দলের সহসভাপতি মুহাম্মদ মহসিন চৌধুরী, ওবায়দুর রহমান মৃধা, যুগ্ম মহাসচিব এনায়েত কবির, দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলাম, কেন্দ্রীয় বিকল্প যুবধারার সভাপতি আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট