দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:৩৩

পাহাড়ি–বাঙালি বিভাজন বন্ধের আহ্বান এবি পার্টির

রাজধানীর বিজয়গনরে রোববার এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নেতারা।

পাহাড়ে গণপিটুনি বা বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। পাহাড়ি–বাঙালি বিভাজন বন্ধ করার আহ্বান জানিয়েছে তারা।

রোববার রাজধানীর বিজয়গনরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ কথা বলেন। ‘পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা ও করণীয়’ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় এবি পার্টির পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, অপরাধী যে–ই হোক, তাকে ন্যায্যতার ভিত্তিতে বিচারের আওতায় আনতে হবে। দেশের নাগরিকদের মৌলিক মানবাধিকার রক্ষা করা হচ্ছে রাষ্ট্রের প্রধান দায়িত্ব। সেটা যেন অগ্রাধিকারের বাইরে চলে না যায়।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে সরকারগুলো কখনো আন্তরিক প্রচেষ্টা চালায়নি। অন্তর্বর্তীকালীন সরকার পাহাড়ের সমস্যাকে আন্তরিকতার সঙ্গে দেখবে এবং তাঁদের সুপারিশ বিবেচনায় নেবে বলে তাঁর প্রত্যাশা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম ও হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত, জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব এ বি এম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, পাহাড়ের বিষয়ে রাজনৈতিক সমাধানের জন্য সব পক্ষের কমিউনিটি পর্যায়ে অংশগ্রহণ প্রয়োজন। বিদেশি ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে আন্তর্জাতিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য ‘ন্যায় কমিশন’ গঠনের পরামর্শ দেন তাঁরা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট