দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০৬:১৫

ইসলামি রাষ্ট্রের বিষয়ে দুশমনরা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে: মুফতি সৈয়দ ফয়জুল করিম

সেমিনারে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। ঢাকা, ১৫ সেপ্টেম্বর। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলাম ভয়ংকর বিষয় নয়, সহজ বিষয়। ইসলাম আসলে সবাই ভালো হয়ে যাবে। ইসলামি রাষ্ট্রের বিষয়ে দুশমনরা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে।

‘আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে রাসুল (সা.)–এর ভূমিকা ও আমাদের করণীয় শীর্ষক’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এসব কথা বলেন। আজ সোমবার বিকেলে রাজধানীর উত্তরার হোয়াইট হল মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আরও বলেন, যারা নীতির ওপরে অবিচল থাকে, যে দল কথায়–কাজে মিল রেখে চলে; তাদের সঙ্গে ঐক্য হতে পারে।

জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানার আয়োজনে শাখা সভাপতি মুফতি মুফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শায়েখ যাকারিয়্যাহ ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকার মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, ঢাকা মহানগরের (উত্তর) সভাপতি মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের (উত্তর) সহসভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

 

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী