দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:০৮

ছাত্র-জনতার আন্দোলনে হত্যায় জড়িতদের শাস্তি দিতে হবে: মির্জা ফখরুল

জুলাই-আগস্টের গণ–আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফফরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর আগারগাঁও পঙ্গু হাসপাতালে। ছবি: তানভীর আহাম্মেদ

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আহতদের দলের পক্ষ থেকে আহতদের আর্থিক সহযোগিতা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে আন্দোলনে হতাহতদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আজ সোমবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহতদের দেখতে যান। আহত চিকিৎসাধীন দুজন ব্যক্তি জানান, তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দিয়েছে বিএনপি।

আহতদের সঙ্গে দেখা করা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ সরকার ভয়াবহ গণহত্যা চালিয়েছে। আমাদের দলের পক্ষ থেকে এর আগেও এসেছিলাম, আজকেও এসেছিলাম যাঁরা এখানে ভিকটিম (ভুক্তভোগী) আছেন, তাঁদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা চেষ্টা করে যাচ্ছি দলের পক্ষ থেকে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর। অন্তর্বর্তী সরকারের কাছেও আহ্বান জানিয়েছি, যাঁরা শহীদ ও আহতদের পাশে দাঁড়ানোর জন্য এবং যাঁরা হত্যার সঙ্গে জড়িত, তাঁদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে একটা সুযোগ তৈরি হয়েছে জনগণের সরকারকে সামনে নিয়ে আসার। ন্যূনতম সংস্কার করে যেন জনগণের সরকার গঠন করা হয়, সেই আহ্বান জানান তিনি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট