দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ১৯:৫১

বিএনপির রোববারের সমাবেশ হচ্ছে না

বিএনপি আগামীকাল রোববারের সমাবেশ কর্মসূচি পিছিয়ে দিয়েছে। এই সমাবেশ আগামী মঙ্গলবার বেলা তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করেছে বিএনপি।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ শনিবার রাত পৌনে ৯টায় জরুরি সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ঢাকার সমাবেশ পেছানো হলেও কেন্দ্রঘোষিত সারা দেশের অন্যান্য বিভাগীয় শহরে আগামীকালের শোভাযাত্রা কর্মসূচি বহাল আছে। মহানগর কমিটিগুলো যার যার সুবিধামতো সময়ে শোভাযাত্রা করবে।

বিএনপির সূত্র জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমাবেশ পেছানো হয়েছে। এদিকে আগামীকাল বেলা সাড়ে ১১টায় গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে স্থায়ী কমিটির সদস্যরাও থাকবেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী