দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:৫৬

বিএনপি ভোটে জিতলে হবে ‘জাতীয় সরকার’, ৩১ দফা রাষ্ট্র সংস্কার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি শেখ হাসিনার সরকারবিরোধী সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। ওই জাতীয় সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করবে।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির গুলশানের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন আমীর খসরু। তিনি বলেন, ‘আমরা শুধু একসঙ্গে আন্দোলন করিনি, শুধু ৩১ দফা সংস্কার প্রস্তাব দিইনি, আমরা এখনো কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচন–পরবর্তী যে জাতীয় সরকারের কথা তারেক রহমান বলেছেন, সেখানে আমরা সবাইকে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করব।’

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘জাতির বড় ধরনের রক্তপাত ও আত্মত্যাগের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকার যাতে যত দ্রুত তাদের কাজগুলো সম্পন্ন করতে পারে, দেশকে নির্বাচনী কার্যক্রমের মধ্যে নিয়ে গিয়ে স্বৈরাচারী প্রথা থেকে আগামী দিনে গণতান্ত্রিক পথে ফিরে আসতে পারে, সে জন্য আমরা সার্বিক সহযোগিতা করছি।’

৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘আপনারা জানেন, এটা আমরা এক বছর আগে দিয়েছি। ৩১ দফার মধ্যে রাষ্ট্রের প্রায় সব সংস্কারের কথা বলা হয়েছে। আর এখানে যদি দুই-একটা সংযোজন করতে হয়, আলোচনার মাধ্যমে সেগুলোও সংযোজন করব। এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। যেহেতু সংস্কারের বিষয়টি আছে, সেটা আমরা মানুষের কাছে তুলে ধরব।’

দেশে হঠাৎ বিদ্যুৎ–বিভ্রাট সম্পর্কে এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, শুধু বিদ্যুৎ–বিভ্রাট নয়, অনেক বিভ্রাট চলছে দেশে। সরকার চেষ্টা করছে। এটা বিগত সরকারের লুটপাটের ফল। এখন বাংলাদেশের মানুষ ভোগ করছে।

এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা ৪২টি দল রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফা দিয়েছিলাম, এখন সবাই রাষ্ট্র সংস্কারের দাবি তুলছে। আমরা এটা কিন্তু গত এক বছর আগেই দিয়েছি। সেটাকে আগামী দিনে কীভাবে জনগণের মাধ্যমে রাজনৈতিক মহল এবং সরকারের কাছে পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যে আমরা কাজ করব।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট