দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:০০

ছাত্ররা রাষ্ট্র সংস্কারে ব্যস্ত, পতিত গোষ্ঠী দখলদারিতে: চরমোনাই পীর

ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশে বক্তব্য দেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে একদল পতিত গোষ্ঠী সুযোগের অসৎ ব্যবহারের মাধ্যমে হীন স্বার্থ চরিতার্থ করতে মাঠে নেমেছে। তারা লুটপাট, চাঁদাবাজি ও দখলদারির অপরাজনীতি শুরু করেছে।

আজ সোমবার বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখার উদ্যোগে চরমোনাই মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন। সংগঠনটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, অভ্যুত্থানের পর ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সংখ্যালঘুদের জানমাল ও তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তায় কাজ করেছেন। ভঙ্গুর রাষ্ট্রকাঠামোর টেকস‌ই পরিবর্তন আনতে ভবিষ্যতে আদর্শিক ছাত্র-জনতাকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চরমোনাই মাদ্রাসা ক্যাম্পাস শাখার সভাপতি ফয়জুল্লাহ বিন সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান‌।

 

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট