দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৮:৩২

নাহিদের পদত্যাগ, যা বললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন

নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক পদের দায়িত্ব নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। এই ‘নতুন পথচলায়’ তাঁকে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তবে তিনি বলেছেন, নাহিদ ইসলাম পদত্যাগ করলেও অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে না।

আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের পর বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে নাছির উদ্দীন এ কথা বলেন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গতকাল সোমবার চীন সফরে গেছেন নাছির। সেখান থেকেই ফেসবুকে এ পোস্ট দিয়েছেন তিনি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক তাঁর পোস্টে লিখেছেন, ‘নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন। নতুন পথচলায় তাঁকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি, তাঁর নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে, তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর অটল থাকবে। নতুন রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদী রাজনৈতিক চেতনা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা এবং গোপন তৎপরতার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকে।’

ফেসবুকে নাছির উদ্দীন লেখেন, ‘নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করার পরেই দলের দায়িত্ব নেওয়ার ঘটনায় এটা সুস্পষ্ট যে দল গঠনের জন্য বিগত দিনগুলোতে যে প্রক্রিয়া চলেছে, নাহিদ ইসলাম সরকারে থেকেও সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। দল গঠনপ্রক্রিয়ার কিছু না জেনেই হঠাৎ করে দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন, এমন যুক্তি অবিশ্বাস্য।’

নাহিদ ইসলাম পদত্যাগ করলেও অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে না—দাবি করে ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও লেখেন, ‘আসিফ মাহমুদ ও মাহফুজ আলম ডিফ্যাক্টো (কার্যত) নতুন দলের নেতা। নির্বাচনে অংশগ্রহণ করলে তাঁরা নতুন দলের হয়েই করবেন। বাস্তবতা উপেক্ষা করার সুযোগ নেই। জনগণের চোখে ধুলা দেওয়া অসম্ভব। সরকারকে নিরপেক্ষ করতে হলে সব শিক্ষার্থী-প্রতিনিধিকে সরকার থেকে পদত্যাগ করতে হবে, সরকারের সঙ্গে বিশেষ সখ্য পরিহার করতে হবে।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী