বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেছেন, এখন নিজেদের মধ্যে বিবাদের কোনো সুযোগ নেই। বিএনপির লক্ষ্য জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া; আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটি খুব খারাপ অবস্থায় চলে গিয়েছে; সেটি নির্বাচিত সরকারের মাধ্যমে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা।
আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত শহরের আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুমিন ফারহানা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের অপচেষ্টা মোকাবিলায় বিভিন্ন দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
রুমিন ফারহানা বলেন, ‘গত ১৬ বছর বিএনপির একেকটি নেতা-কর্মী অনেক কষ্ট সহ্য করেছেন। একজনের নামের শত শত মামলা হয়েছে। কেউ চাকরি করতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, এমনকি পরিবার নিয়ে শান্তিতে থাকতেও পারেনি। অতঃপর আমরা অনেক কষ্ট করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা রক্ত, ঘাম ফেলে নানান নির্যাতনের মধ্য দিয়ে এসেছে। সুতরাং এই স্বাধীনতাকে কোনোভাবে বৃথা যেতে দেওয়া যাবে না।’
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ভূঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব, কুমিল্লার সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ও সম্মানিত সদস্য জহিরুল হক প্রমুখ। জেলা বিএনপির আহ্বায়ক এম এ মান্নানের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সদস্যসচিব সিরাজুল ইসলাম।