দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ২১:০১

অনির্বাচিত সরকার কখনো জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না: আবদুল আউয়াল মিন্টু

বরগুনা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে আজ সোমবার দুপুরে জেলা বিএনপির সঙ্গে বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘বিএনপি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে কোনো অনির্বাচিত সরকার কখনো জনগণের আশা–আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। এখন পর্যন্ত মানুষ যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করছে, তার মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে আমরা দায়িত্বশীল, কর্তব্যশীল এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারি।’

আজ সোমবার দুপুরে বরগুনা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে জেলা বিএনপির সঙ্গে বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আরেক সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক, কেন্দ্রীয় বিএনপির সহ–বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম, সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা প্রমুখ। মতবিনিময় সভায় জেলা বিএনপি, উপজেলা, পৌর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় কোনো দলের নাম উল্লেখ না করে আবদুল আউয়াল বলেন, ‘আমাদের যারা ছোট ভাইরা এসেছে, তারা বলছে, তারাই আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে। আরেক দল আছে তাদের ইতিহাস আমরা সবাই জানি। ১৯৭১ সনে তাদের ভূমিকার কথা আমরা সবাই জানি। দুনিয়ার সবাই জানে। ওনারা সব নির্বাচনে কী করছে, তা আপনারা জানেন। এখন তারা রাস্তাঘাটে লাফালাফি করছে, মনে হয় সব তারা।’

আওয়ামী লীগ সরকারের আমলা বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা-মামলার কথা উল্লেখ করে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমরা কি কম নির্যাতিত হয়েছি? আমাদের বিএনপির বিরুদ্ধে প্রহসনমূলক প্রায় ১ লাখ ৬০ হাজার মামলা করা হয়েছে। সেই মামলায় আমাদের ৬০-৬২ লাখ নেতা-কর্মী আসামি হয়েছে। ১৭ বছর থেকে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে-আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা অত্যাচারিত, লাঞ্ছিত ও নির্যাতিত হয়েছি। আমরা ওই সরকারকে বিতাড়িত করে প্রাথমিক বিজয় অর্জন করেছি। কিন্তু আমদের ১৭ বছর আন্দোলন-সংগ্রামের সফলতা এখনো আসেনি। আমাদের আন্দোলন সংগ্রাম-এখনো অব্যাহত আছে।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী