নির্বাচনের আগে কোনো সংস্কারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘সংস্কার বিষয়ে সরকার আমাদের ডাকেনি। সংস্কার প্রসঙ্গে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আমাদের সঙ্গে আলোচনা হলে আমরা এটাই বলব, সংস্কার প্রস্তাবগুলো প্রকাশ করুন। নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে, তারাই সংস্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখনই সংস্কারে হাত না দেওয়াটাই আমাদের সাজেশন।’
আজ বৃহস্পতিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির সঙ্গে এক যৌথ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের এ কথা বলেন।
আরেক প্রশ্নের জবাবে জাপার চেয়ারম্যান বলেন, ‘আমরা নির্বাচনে যাব নির্বাচনের পরিস্থিতি দেখে। যদি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকে, যদি একতরফা নির্বাচন হয়, তাহলে কারও নির্বাচনে বৈধতা দিতে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না।’
এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই দাবি করে জি এম কাদের বলেন, এই সরকার নিরপেক্ষ কি না, এটা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। এই সরকার বৈষম্য করছে। স্থিতিশীলতা চাইলে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। তিনি বলেন, দোষী অভিযোগ করলেই সে দোষী হয় না। সব দলকেই জনগণের সামনে রাজনীতি করতে দেওয়া উচিত।
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি কাজী মেফতাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মো. শান্তর পরিচালনায় যৌথ সভায় আরও বক্তব্য দেন জাপার মহাসচিব মো. মুজিবুল হক, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের প্রমুখ।