দ্যা নিউ ভিশন

ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১৭:১২

অন্তর্বর্তী সরকার দায়িত্ব সঠিকভাবে পালন করছে কি না, তা মানুষের ‘রাডারে’ রয়েছে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান

অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব কতটা সঠিকভাবে পালন করছে, তা দেশের মানুষের রাডারে (নজরে) রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মূল আকাঙ্ক্ষা ছিল, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, স্বৈরতন্ত্র থেকে সমাজকে গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরিত করতে হবে। এই দায়িত্ব সরকার কতটা সঠিকভাবে পালন করছে, তা দেশের মানুষের রাডারে রয়েছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ বৃহস্পতিবার বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় মঈন খান এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের পর্যবেক্ষণের কথা উল্লেখ করে মঈন খান বলেন, ‘…এটা অস্বীকার করা যাবে না। কারণ, বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে, তারা কখনো স্টাবলিসমেন্টকে মেনে নেয় না।…এই একই জনতা কিন্তু তাদের (সরকারের) জবাবদিহির জন্য আবার ফুঁসে ওঠে…এটা সবাইকে স্মরণে রাখতে হবে।’

মঈন খান বলেন, মহান ভাষা আন্দোলনের আগে বাংলাদেশের মানুষের স্বাধীনতার যে ইচ্ছা, সেই ইচ্ছার যে ধারাবাহিকতা এবং আজ এই ২০২৫ সালে এসে নতুন প্রজন্মের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, মানুষের প্রত্যাশা—সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু দেশের মানুষ অবিলম্বে দেখতে চায়। তিনি বলেন, দেশকে গণতন্ত্রের পথে নিতে ‘ভোট দেওয়ার’ জন–আকাঙ্ক্ষার প্রতিফলন মানুষ অবিলম্বে দেখতে চায়।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আসুন, আমরা এই বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে বাংলাদেশকে নিয়ে যাই, আমাদের একুশের আদর্শটা আমরা উজ্জ্বল করে রাখি আমাদের ইতিহাসে।’

ভাষা আন্দোলনসহ স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং চব্বিশের ছাত্র-জনতার বিপ্লবে সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান আবদুল মঈন খান।

মঈন খানের সভাপতিত্বে এবং দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও আহমেদ আজম খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ