দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৪২

সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি নেতা রিজভী

প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে আজ শুক্রবার সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে শফিক রেহমানের বাসায় তাঁর সঙ্গে রিজভীর এই সৌজন্য সাক্ষাৎ হয়।

সৌজন্য সাক্ষাতে শফিক রেহমানের সঙ্গে মতবিনিময় করেন রিজভী। তিনি শফিক রেহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে ২০১৫ সালের ৩ আগস্ট রাজধানীর পল্টন থানায় শফিক রেহমানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে ছাড়া পেয়ে যুক্তরাজ্যে চলে যান।

মামলায় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২৩ সালের ১৭ আগস্ট এই মামলায় রেহমানসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ছয় বছর যুক্তরাজ্যের লন্ডনে থাকার পর গত ১৮ আগস্ট দেশে ফেরেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট