অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ‘আপনার কিছু উপদেষ্টা আছেন, যাঁরা জনগণের পালস বোঝেন না, নাড়ি বোঝেন না। তাঁরা ট্যাক্স বাড়িয়েছেন, ভ্যাট বাড়িয়েছেন; দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণ সেটাই। আপনি তাঁদের নসিহত করেন নতুবা বিদায় করেন। জনগণের বিরুদ্ধে যাবেন না। সবচাইতে বেশি নজর দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে।’
আজ সোমবার বিকেলে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা (গোলচত্বর) মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন আহমদ এ কথা বলেন। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো ও দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়।
সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন জনগণের দাবি উল্লেখ করে সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি এখান থেকে প্রধান উপদেষ্টার উদ্দেশে বলতে চাই, যদি আপনার নিয়ত ছাপ (পরিষ্কার) থাকে, তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, জনগণের ক্রয়সীমার মধ্যে নিয়ে আসুন।’
দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে জানিয়ে সালাহ উদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্ট হাসিনার এবং তাঁর দোসররা হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশ থেকে নিয়ে গেছেন। তার কিছু অংশ এখন ব্যয় করছেন অস্থিশীলতা সৃষ্টির জন্য। দেশের প্রশাসনে, আমলাতন্ত্রে, বিচার বিভাগে, পুলিশ বিভাগে, সমাজের বিভিন্ন স্তরে পতিত ফ্যাসিস্টদের কিছু লোক লুকায়িত আছে। তাদের সহযোগিতায় বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করা হচ্ছে। তাদের কঠোর হস্তে দমন করার দাবি জানান সালাহ উদ্দিন আহমদ।
পতিত শেখ হাসিনাকে উদ্দেশ করে সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘দিল্লিতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবেন, সে দিন ভুলে যান। দিল্লিতে বসে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবেন, ওই দিন আর নাই। নতুন বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে শক্তিশালী করতে চায়। জনগণ পুনরায় ফ্যাসিবাদের উত্থান হবে, সে রকম ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না।’
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ, চট্টগ্রাম মহানগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, মাহবুবুর রহমান প্রমুখ।
দীর্ঘ ১০ বছরের অধিক সময় পর নিজ শহরের মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানান সালাহ উদ্দিন আহমদ। সমাবেশ উপলক্ষে সকাল থেকে কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া, চকরিয়া, টেকনাফ, ঈদগাঁও ও রামু থেকে দলের নেতা–কর্মী ও সমর্থকেরা সমাবেশস্থলে আসতে থাকেন। বেলা তিনটার আগেই বিশাল ময়দান কানায় কানায় ভরে যায়। ময়দানের বাইরের সড়কেও হাজার হাজার মানুষ দাঁড়িয়ে বক্তব্য শোনেন।