দ্যা নিউ ভিশন

এপ্রিল ২০, ২০২৫ ০৮:৩০

ফ্যাসিবাদের দোসরদের কারণে সরকার কাঙ্ক্ষিত কাজ করতে পারছে না: নুরুল হক

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে নুরুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসররা আছে। এ কারণে গত ৬ মাসে অন্তর্বর্তী সরকার কাঙ্ক্ষিত কাজ করতে পারছে না।

ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বেরিয়ে নুরুল হক সাংবাদিকদের এ কথা বলেন। আজ শনিবার বেলা তিনটার কিছু পরে দেশের ২৭টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের নিয়ে ঐকমত্য কমিশনের এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নুরুল হক নুর বলেন, জনপ্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা রয়েছে। প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসরদের এখনো অবস্থান করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। রাজনৈতিক দলগুলো এসব বিষয়ে বলেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ধীরগতি, কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো দুজন উপদেষ্টা দিয়ে পরিচালনা সম্ভব না। বিদ্যুৎ ও জ্বালানিসহ রেল, সড়ক পরিবহন মন্ত্রণালয়ও একজন উপদেষ্টার পক্ষে সম্ভব না।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক দলগুলো মোটামুটি সবাই একমত জানিয়ে তিনি বলেন, আজকের এই সভা থেকেই আওয়ামী লীগের বিষয়ে একটি সিদ্ধান্ত চেয়েছিলাম। কিন্তু আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে বিশেষ করে জাতীয় না স্থানীয় নির্বাচন আগে হবে, তা নিয়ে। বৈঠকে উপস্থিত থাকা রাজনৈতিক দলের জোটগুলো জানিয়েছে, তারা এসব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

নুরুল হক বলেন, ‘অনেক দল বোঝাতে চেয়েছে, স্থানীয় নির্বাচন আগে হলে তৃণমূলে সংঘাত সহিংসতা বাড়বে। আওয়ামী লীগ মাথাচাড়া দেবে। আমার মনে হয়, এটি তাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না। কারণ, স্থানীয় নির্বাচন এখন হলেও টুকটাক ঝামেলা হবে এবং নির্বাচনের (জাতীয় নির্বাচন) পরে হলেও হবে। বরং আমরা দেখেছি, নির্বাচিত সরকারগুলো যত স্বচ্ছ ভোটেই ক্ষমতায় আসুক, স্থানীয় সরকার নির্বাচনে তাদের একটি প্রভাব থাকে।’

গণ অধিকার পরিষদের সভাপতি আরও বলেন, ‘আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি, ছয় মাস ধরে স্থানীয় সরকারব্যবস্থা কার্যত অচল হয়ে আছে। এখন প্রধান উপদেষ্টার রোডম্যাপে যদি ডিসেম্বরেও নির্বাচন হয়, তাহলেও কিন্তু ১০ মাস সময় বাকি আছে।’ এই ১০ মাস স্থানীয় সরকার প্রতিনিধিবিহীন থাকবে কি না, এমন প্রশ্ন রাখেন তারা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী