সংস্কারে ঐকমত্য হওয়ার পরই জাতীয় নির্বাচনের কথা বলছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘আমরা বলেছি যে সংস্কার প্রয়োজন। সেই সংস্কারে আমরা ঐকমত্য হই, তারপর যথাশিগগির সম্ভব নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন, ডিসেম্বরের মধ্যে ওনারা করবেন। আমরা সেটা দেখছি।’
আজ শনিবার সন্ধ্যার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে এ কথা বলেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দলটির পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, সব ইতিবাচক সিদ্ধান্তে জামায়াতে ইসলামী সমর্থন জানাবে। তিনি বলেন, ‘আমরা বলেছি এই সংস্কার কমিশন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছার পর যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়, যথাসম্ভব সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য।’
ঐকমত্য কমিশন সংস্কার নিয়ে বিস্তারিত বই আকারে দেবেন উল্লেখ করে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সেটা পর্যালোচনা করে জামায়াতে ইসলামী এবং যে টিম (সংস্কার কমিশনগুলো) আছে সরকারের, তাদের সঙ্গে আলাদা বৈঠক হবে, মতবিনিময় হবে। সেখানেই জামায়াতের মূল সিদ্ধান্ত জানানো হবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন।