দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০১:২৯

নিবন্ধন সনদ পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে নিবন্ধনের সনদ পেয়েছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। আজ সোমবার দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ইসির কাছ থেকে নিবন্ধন সনদ নেন। উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে দলটিকে গতকাল রোববার নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে ইসি।

দলটির প্রতীক সংরক্ষণ করা হয়েছে ‘ফুলকপি’, নিবন্ধন নম্বর ৫৪।

আজ নিবন্ধন সনদ নেওয়ার পর নির্বাচন ভবনে ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ভারত ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার দিনই স্বাধীনতার চেতনার হারিয়ে গিয়েছিল। …স্বাধীনতার ঘোষণাপত্রে যেসব প্রতিশ্রুতি ছিল, গত ৫৪ বছরে সেগুলো প্রতিফলিত হয়নি। পাকিস্তানের বৈষম্যের কারণে বাংলাদেশ জন্ম হয়েছিল, সেই বৈষম্যের কারণে ২০২৪ সালের জুলাইয়ে নতুন করে নবপ্রজন্ম ও দেশের মানুষকে আন্দোলন করতে হয়েছে। দেশকে নতুন করে স্বাধীন করতে হয়েছে।’

আনোয়ারুল ইসলাম বলেন, ‘নতুন বাংলাদেশের চেতনাকে ধারণ করা আমাদের দলের মুখ্য বিষয়। ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাকে ধারণ করা এবং জুলাই আন্দোলনকে ধারণ করে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক আবহ তৈরি হচ্ছে, তার সঙ্গে সমন্বয় করে আমরা এগিয়ে যাব।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী