দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১৩:৫২

জামায়াতের কর্মীরা চাঁদাবাজি, মামলা–বাণিজ্যে জড়িত নেই: শফিকুর

সুনামগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন শফিকুর রহমান। শনিবার দুপুরে পৌর শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠে

জামায়াতে ইসলামীর কর্মীরা দেশের কোথাও চাঁদাবাজি, দখলে নেই মন্তব্য করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশে পরিবর্তনের পর আমাদের কর্মীরা হাট, জলমহাল, বালুমহাল দখলে ঝাঁপিয়ে পড়েননি। দেশের কোথাও আমাদের কেউ এসব করছেন না। আমাদের কর্মীরা মামলা ও গ্রেপ্তার–বাণিজ্যে জড়িত নেই। তাঁরা জানেন, এগুলো হারাম।’

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। তিনি দুপুর ১২টা ২৫ মিনিটে বক্তব্য শুরু করে বেলা একটার দিকে শেষ করেন। কর্মী সম্মেলনে সূচনা বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী