দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ২৩:১১

সংগঠনের কলাবাগান থানার আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিল ছাত্রদল

ওবায়দুল ইসলামের (সৈকত)। ছবি সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কলাবাগান থানা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল ইসলামের (সৈকত) বিরুদ্ধে মামলা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম আজ বৃহস্পতিবার কলাবাগান থানায় বাদী হয়ে মামলাটি করেন। এর আগে ওবায়দুল ইসলামকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২ সেপ্টেম্বর আনুমানিক সাড়ে ১২টার দিকে ওবায়দুল ইসলাম ১৫ থেকে ২০ জন ব্যক্তিকে সঙ্গে নিয়ে পান্থপথ মোড়–সংলগ্ন ‘চাঁদপুর স্টোর’ নামের একটি দোকানে হামলা চালান। তাঁরা দোকানমালিকের কাছ থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় দোকানমালিকের দুই ভাই ও তাঁদের ভগ্নিপতি দোকানের মালিককে হামলা থেকে বাঁচাতে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।

জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এই মামলার অনুলিপি বিভিন্ন গণমাধ্যমে পাঠিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ছাত্রদলের পদে থেকে কারও বিরুদ্ধে চাঁদাবাজিসহ অন্যায়–অপরাধ করার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী