দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০৭:৫৪

আওয়ামী লীগের সময়ে মানুষ আপনজনদের মৃত্যুতেও বিদায় জানাতে পারত না: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে মানুষ আপনজনদের মৃত্যুতেও বিদায় জানাতে পারত না। ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল।

আজ শুক্রবার রাজধানীর মগবাজারের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি হাফেজা আসমা খাতুনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, একটা সময়ে আপনজনকে বিদায় দেওয়া যেত না। সবার সঙ্গে দোয়াও করা যেত না। এমন ভয়াবহ পরিস্থিতি করা হয়েছিল। এমন পরিবেশ যেন আর ফিরে না আসে। সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে গোটা জাতি যেন শিক্ষা নিতে পারে। একই পথে আর যেন কেউ পা না বাড়ায়। তিনি আরও বলেন, হঠকারিতা, ফ্যাসিজম দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর নয়।

হাফেজা আসমা খাতুনের বড় ছেলে নিয়াজ মাখদুমের সভাপতিত্বে এবং ছোট ছেলে সাইফুল্লাহ মানছুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী