দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৫:০৮

ফরিদপুরে দলীয় কোন্দলে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে ভাঙচুর-আগুন

ফরিদপুরে সালথায় স্থানীয় বিএনপির এক নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন প্রতিপক্ষের সমর্থকেরা।

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির এক নেতা ও তাঁর এক সমর্থকের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে দলের আরেক পক্ষের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে আটঘর ইউনিয়নের কৃত্তা, বিভাগদী, নকুলহাটিসহ বিভিন্ন গ্রামে এসব হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির মাতুব্বরের (৪৫) সঙ্গে যুবদল কর্মী ও তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাসান আশরাফের (৪১) বিরোধ আছে। আজ সকাল সাড়ে ৮টার দিকে কৃত্তা গ্রামে হাসান আশরাফের বাড়িতে হামলা চালিয়ে খড়ের পালা ও গোয়ালে আগুন ধরিয়ে দেন নাসিরের সমর্থকেরা। পরে তাঁরা আশরাফের পাকা ভবনের এসি ও জানালার কাচ ভাঙচুর করেন। হামলাকারীরা পাশের বিভাগদী গ্রামে শহীদ সরদার নামের আশরাফের এক সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে সালথা ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে আগুন নেভায়। হামলার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এর আগে গত শুক্রবার রাতে নকুলহাটি বাজার থেকে রাজু নামের নাসিরের এক সমর্থককে মারধর করেন হাসান আশরাফের সমর্থকেরা। এর জেরে গতকাল শনিবার সন্ধ্যায় নকুলহাটি বাজারে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে ৫ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিএনপি নেতা নাসির মাতুব্বর বলেন, ‘কোনো কারণ ছাড়াই শুক্রবার রাতে আমার সমর্থক রাজুকে মারধর করে হাসান আশরাফের লোকজন। এর জেরেই পরবর্তী ঘটনাগুলো ঘটছে।’

অন্যদিকে যুবদল কর্মী হাসান আশরাফ বলেন, ‘নাসির মাতুব্বরের লোকজন আজ আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ছাড়া বেছে বেছে আমার সমর্থকদের বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর করেছে।’

এসব ঘটনায় আজ বেলা ১১টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান। তিনি বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী