দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৫:০৫

সংস্কারের আগে নির্বাচন হলে সেই নির্বাচন ব্যর্থ হবে: সৈয়দ ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম অনুষ্ঠানে বক্তব্য দেন। ঢাকা, ১৫ জানুয়ারি

সংস্কারের আগে কোনো নির্বাচন দেওয়া হলে সেই নির্বাচন ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। মানুষ আবারও ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন।

আজ বুধবার সকালে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ অনুষ্ঠানে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ কথা বলেন। এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম অভিযোগ করে বলেন, ‘রক্ত ও ত্যাগের ওপর ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে হটতে বাধ্য হলেও এখন আবার ‘নব্য ফ্যাসিস্ট’ বাংলাদেশকে দখল করেছে। এক চাঁদাবাজ তাড়িয়ে আরেক চাঁদাবাজকে বসানোর ব্যবস্থা করা হয়েছে।…ফ্যাসিস্ট আমলে বিচার বিভাগে কেউ কেউ খালাস তো দূরের কথা, জামিনও পায়নি। এখন এমন কী হলো যে ফ্যাসিস্ট যাওয়ার সঙ্গে সঙ্গে বড় বড় মামলা নিষ্পত্তি হয়ে গেল! এর অর্থ হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা নেই, কোনো কোনো দলের নিয়ন্ত্রণে বা তাদের ইঙ্গিতে চলছে। আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই।’

সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে সংসদে নারীদের জন্য সংরক্ষিত ১০০ আসন রাখা প্রসঙ্গেও কথা বলেন ফয়জুল করীম। তিনি বলেন, ‘মহিলাদের জন্য সংসদে কোনো সংরক্ষিত আসন চাই না। মহিলাদের জন্য আমরা সাধারণ নির্বাচন চাই।… তাঁদের লড়তে দিন, সংরক্ষিত আসন আমরা চাই না। মহিলাদের জন্য সংরক্ষিত আসন করার অর্থ তাঁদেরকে দুর্বল করা। আমি চাই, সবাই সরাসরি ভোটে লড়াই করবে।’

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, শ্রমিক আন্দোলনের জ্যেষ্ঠ সহসভাপতি ছিদ্দিকুর রহমান ও সহসভাপতি মোস্তফা কামাল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী