আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর পল্লবীতে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তরের ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় আমিনুল হক বলেন, ‘জনগণের অধিকার আদায়ের এই আন্দোলনে আমরা অনেককে হারিয়েছি।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘জনগণের আন্দোলনের মুখে বিদেশ পালিয়ে গেছেন স্বৈরাচার শেখ হাসিনা। সেখানে গিয়েও তিনি দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’
এ সময়ে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।