দ্যা নিউ ভিশন

এপ্রিল ১৮, ২০২৫ ১৪:১৪

ট্রাইব্যুনালে ২ হাজারের বেশি নেতা–কর্মীকে হত্যা ও গুমের অভিযোগ বিএনপির

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে দুই হাজারের বেশি নেতা–কর্মীকে হত্যা ও শতাধিক নেতা–কর্মীকে গুম করার অভিযোগ জমা দিয়েছে বিএনপি। অভিযোগে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেককে আসামি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা সেই অভিযোগ জমা দিয়েছে বিএনপির একটি প্রতিনিধিদল।

পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বিএনপির মামলা, গুম, খুন তথ্য সমন্বয় কমিটির সদস্য মো. সালাউদ্দিন খান বলেন, ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য দলটির নেতা-কর্মীদের ক্রসফায়ার ও গুম করেছে।

সালাউদ্দিন খান আরও বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিএনপির ২ হাজার ২৭৬ নেতা-কর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা করেছেন আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আর ১৫৩ নেতা-কর্মীকে গুম করা হয়েছে।

সালাউদ্দিনের দাবি, গুম হওয়া নেতা–কর্মীদের অনেকে হত্যার শিকার হয়েছেন কিংবা এখনো গুম আছেন।

বিএনপির মামলা, গুম, খুন তথ্য সমন্বয় কমিটির সদস্য নুরুল ইসলাম জাহিদও ট্রাইব্যুনাল প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী