দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ২২:২৭

সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা: মামুনুল হক

যুব সমাবেশে সভাপতির বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক

বাংলাদেশ সচিবালয়ে আগুন, টঙ্গীর ইজতেমা ময়দানে হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘দেশের স্বার্থবিরোধী ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠী পালালেও তাদের ষড়যন্ত্র থেমে নেই।’

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ১৫ বছর পূর্তিতে গতকাল শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এক যুব সমাবেশে সভাপতির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত— এক ভাগে ভিনদেশি দালাল, আরেক দিকে দেশপ্রেমিক জনতা। ভিনদেশি চক্র ১৫ বছর বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল।’ সচিবালয়ে আগুনের ঘটনা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তোমরা বাংলাদেশের কাগজ পুড়িয়ে ফেলতে পার, কিন্তু মানুষের মনে তোমাদের বিষয়ে যে ঘৃণা জন্মেছে, তা মুছে ফেলতে পারবে না।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী