দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১১:১২

হাসান আরিফের মৃত্যুর খবর শুনে হাসপাতালে যান মির্জা ফখরুল

উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুর খবর শুনে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যায়

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুর খবর শুনে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে হাসান আরিফের মরদেহ দেখেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

হাসপাতাল থেকে বের হওয়ার পথে মির্জা ফখরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, হাসান আরিফ শুধু একজন স্বনামধন্য আইনজীবীই ছিলেন না, তিনি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এবং এখন যে ট্রানজিশনাল পিরিয়ডটা (ক্রান্তিকাল), গণতন্ত্রে উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তাঁর খুব প্রয়োজন ছিল।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আমার একজন সুহৃদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি, তাঁর পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করি।’

আজ শুক্রবার বেলা তিনটার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে এ এফ হাসান আরিফ (৮৫) মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, হৃদ্‌রোগে হাসান আরিফের মৃত্যু হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী