দ্যা নিউ ভিশন

এপ্রিল ২২, ২০২৫ ০৯:৩৩

ফ্যাসিবাদের একটা পর্ব মাত্র শেষ হয়েছে, সংগ্রাম চালিয়ে যেতে হবে: ইসলামী ঐক্যজোট

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘মুফতি ফজলুল হক আমিনী (রহ.)–এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল কাদির। ঢাকা, ১২ ডিসেম্বর

দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত সব ধরনের ফ্যাসিবাদ উৎখাত করার আহ্বান জানিয়েছেন প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর দল ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল কাদির। তিনি বলেছেন, ফ্যাসিবাদের একটা পর্ব মাত্র শেষ হয়েছে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে। এই আন্দোলন–সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত সব ধরনের ফ্যাসিবাদ উৎখাত করতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘মুফতি ফজলুল হক আমিনী (রহ.)–এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এ কথা বলেন।

আলোচনা সভায় সমমনা বিভিন্ন ইসলামি দলের নেতারা অংশ নেন। তাঁরা বলেন, এ দেশে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, স্বৈরাচারী আচরণ দূর করতে হবে। তা না হলে দেশের অস্তিত্ব টিকবে না। বিগত ফ্যাসিবাদের মূলোৎপাটনে মুফতি আমিনী বিশেষ ভূমিকা পালন করে গেছেন। তিনি ফ্যাসিবাদী সরকারের লোভ-লালসা, অত্যাচার, অবিচারের কাছে মাথা নত করেননি। তাঁর নীতি-আদর্শ বাস্তবায়ন করা গেলে রাষ্ট্র এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজির আহ্বানে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান যুবায়ের আহমদ ও জসিম উদ্দিন, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ খেলাফতে মজলিসের যুগ্ম মহাসমচিব আতাউল্লাহ আমিন, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি খলিলুর রহমান মাদানি, খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, ইসলামী লেখক ও গবেষক শরীফ মুহাম্মদ, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাদী প্রমুখ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী