দ্যা নিউ ভিশন

জুলাই ৩১, ২০২৫ ১৯:২৯

রাজনৈতিক দলের নেতাদের হস্তক্ষেপে সারের বাজারে বিশৃঙ্খলা: ইসলামী আন্দোলন

সার সংগ্রহে কৃষকেরা চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন বলে দাবি করে ইসলামী আন্দোলন এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সহকারীদের সাপ্তাহিক সভায় গণমাধ্যমে প্রকাশিত খবর উদ্ধৃত করে বলা হয়, গ্রামগঞ্জে ডিলারদের কাছে সার মিললেও বস্তাপ্রতি ক্ষেত্রবিশেষে অতিরিক্ত ৫০০ টাকা গুনতে হচ্ছে। কোনো কোনো রাজনৈতিক দলের নেতার অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপে সারের বাজারে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

সভায় ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সভাপতিত্ব করেন। তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী যদি কোনো রাজনৈতিক দলের নেতার অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপে সারের বাজারে বিশৃঙ্খলা চলে, ওই দল ও তার নেতার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে প্রশাসন ও অন্যান্য রাজনৈতিক দলগুলো কৃষক এবং ডিলারদের জিম্মি করা ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

গাজী আতাউর রহমান বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাদের অবৈধ হস্তক্ষেপে কৃষক ও ডিলাররা যদি জিম্মি হয়ে পড়েন, সে ক্ষেত্রে কৃষকেরা যদি ওই রাজনৈতিক দল ও নেতার বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নামেন, ইসলামী আন্দোলন তাঁদের সঙ্গে থাকবে।

সভায় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়ের, আহমদ আবদুল কাইয়ূম, কে এম আতিকুর রহমান প্রমুখ।

সভায় শিল্প খাত, বিশেষ করে পোশাক খাতে অস্থিরতা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী