দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৩২

শেখ তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা আবেদন পুনরুজ্জীবিত

শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের এক বক্তব্যকে কেন্দ্র করে আদালত অবমাননার অভিযোগে করা আবেদন পুনরুজ্জীবিত হয়েছে। এ-সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ (রিস্টোরড) বলে আদেশ দিয়েছেন।

‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’—শেখ ফজলে নূর তাপসের দেওয়া এমন বক্তব্যকে কেন্দ্র করে আদালত অবমাননার অভিযোগে গত বছরের ৪ জুন ওই আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আহমেদ বাদল। গত ১০ মার্চ আপিল বিভাগ আবেদনটি খারিজ করে দেন। আবেদনকারীর পক্ষে সেদিন কোনো আইনজীবী না থাকায় আপিল বিভাগ ওই আদেশ (ডিসমিসড ফর ডিফল্ট) দেন। অবমাননার আবেদন পুনরুজ্জীবিত চেয়ে আবেদন (রিস্টোরেশনের জন্য আবেদন) করেন আইনজীবী, যা চেম্বার আদালত হয়ে আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।

পরে আইনজীবী শাহ আহমেদ বাদল প্রথম আলোকে বলেন, শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদন পুনরুজ্জীবিত হয়েছে। আবেদনটি পুনরুজ্জীবিত চেয়ে করা আবেদন আপিল বিভাগ মঞ্জুর করেছেন। অবকাশ শেষে আদালত খোলার পর আবেদনের ওপর শুনানি হবে। আদালত অবমাননার জন্য শেখ ফজলে নূর তাপসের প্রতি কারণ দর্শাতে নোটিশ জারি এবং তাঁকে আদালতে উপস্থিত হতে নির্দেশনা দেওয়ার আরজি রয়েছে আবেদনে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট